শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে ফের নতুন বিতর্ক

দেশ

HNExpress ওয়েব ডেস্ক : শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে ফের নতুন বিতর্ক। দক্ষিণের খলনায়ক অভিনেতা কোল্লাম তুলসী এনডিএর এক সমাবেশে বক্তব্য রাখছিলেন। সেখানেই তিনি বলেন, শবরীমালা মন্দিরে যেসব মহিলা যাবেন তাদের কেটে দুটুকরো করে ফেলা উচিত। একভাগ ফেলা উচিত দিল্লিতে অন্য অংশটি ফেলা উচিত মুখ্যমন্ত্রীর অফিসে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কেরলের শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলারাই প্রবেশ করতে পারবেন। সেই রায় পুনর্বিবেচনা করার আবেদন করা হয় সুপ্রিম কোর্টে।  গত মাসে প্রধান বিচারপিত দীপক মিশ্রর নেতৃত্বে একটি সাংবাধানিক বেঞ্চ জানিয়ে দেয়, শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করা হিন্দু মহিলাদের অধিকারের পরিপন্থী। শুধু তাই নয় এটি লিঙ্গ বৈষম্যমূলক। এখন থেকে আয়াপ্পার ওই মন্দিরে সব বয়সের মহিলারাই অবাধে প্রবেশ করতে পারবেন। প্রসঙ্গত ব্রহ্মচারী আয়াপ্পার মন্দিরে এতদিন ১০-৫০ বছরের মহিলাদের প্রবেশাধিকার ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই নিষেধাজ্ঞা উঠে যায়।