ত্রিচি বিমানবন্দরে দুর্ঘটনার থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান,বাঁচলেন ১৩০ যাত্রী

দেশ

HNExpress ওয়েব ডেস্ক :  ।বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। শুক্রবার ভোররাতে চেন্নাইয়ের ত্রিচি বিমানবন্দর থেকে টেক অফের সময় কম্পাউন্ড ওয়ালে ধাক্কা মারে বিমানটি বিমানের ধাক্কায় দেওয়ালের কিছুটা অংশ ভেঙে যায়। বিমানটি রাত ১টা ১৯ নাগাদ উড়ানের জন্য রানওয়ের দিকে যাত্রা শুরু করে। পথে সেটি একটি অ্যান্টেনায় ধাক্কা মেরে দেওয়ালে ধাক্কা দেয়। যাত্রীবোঝাই বিমানটি রানওয়েতে যাওয়ার পথে আচমকাই ওই দুর্ঘটনা ঘটে যায়। জানা গিয়েছে, দুবাইগামী বিমানটিতে ১৩৬ জন যাত্রী ছিলেন। পরে মুম্বই বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। মু্ম্বইয়ে বিমানটি থেকে যাত্রীদের নামিয়ে অন্য বিমানে চড়িয়ে দুবাই পাঠানো হয়। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। বিমানটির প্রাথমিক মেরামতি করে সেটিকে মুম্বইয়ে পাঠিয়ে দেওয়া হয়। পরে মুম্বইয়ে বিমানটির মেরামতির কাজ শেষ করা হয়। এই ঘটনার জেরে বিমানটির পাইলট ও কোপাইলটকে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে। এনিয়ে তদন্ত শুরু হয়েছে।