LIVE আমফান-র গতিপথ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ১৭০-২০০ গতিবেগে

অবহাওয়া কলকাতা জেলা রাজ্য

HNExpress নিজস্ব প্ততিনিধি : দক্ষিণ-পূর্ব বঙ্গপোসাগরের বুকে নিম্নচাপে একটি প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। শক্তি সঞ্চয় করে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ এখন উত্তর পশ্চিম দিকে। তবে আবহাওয়া বিজ্ঞানীদের মতে ঝড়ের অভিমূখ উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে অন্ধ্রপ্রদেশ, উত্তর ওড়িশা, পশ্চিম বাংলার বুকে প্রবল গতিতে আছড়ে পড়তে পারে। শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে এই ঘূর্ণিঝড় তীব্র আকার নেবে ১৯ ও ২০ তারিখে।