HNExpress নিজস্ব প্রতিনিধি : রেল সূত্রে খবর, সপ্তাহান্তে দুর্ভোগে পড়তে চলেছেন নিত্য যাত্রীরা । ব্যান্ডেল-কাটোয়া বিভাগে লাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে শনি এবং রবিবার বাতিল থাকবে একাধিক গাড়ি। এর মধ্যে যেমন রয়েছে লোকাল ট্রেন, তেমনিই রয়েছে এক্সপ্রেস বা মেইল ট্রেন। এছাড়া কয়েকটি ট্রেনের সূচি-ও পরিবর্তিত হয়েছে।
সোমড়া বাজার আর বেহুলা স্টেশনের মাঝে লাইনের রক্ষণাবেক্ষণের কাজ হবে। এর ফলে কাটোয়াগামী একাধিক গাড়ি বাতিল থাকবে।শনিবার অবশ্য দুটি গাড়ি বাতিল থাকবে। একটি হাওড়া থেকে কাটোয়াগামী। অন্যটি ব্যান্ডেল থেকে কাটোয়াগামী। তবে রবিবার ৬টি হাওড়া থেকে কাটোয়াগামী, ৫টি ব্যান্ডেল থেকে কাটোয়াগামী এবং কাটোয়া থেকে মোট ১৩টি mail ট্রেন বাতিল থাকবে। এছাড়া রবিবার হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস-ও বাতিল।অন্যদিকে সূচি পরিবর্তিত হয়েছে দুটি গাড়ির। আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেস শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ার কথা দুপুর ২টো ৪৫ মিনিটে বদলে রবিবার সেটি ছাড়বে সন্ধ্যা সাতটায়। হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল হাওড়া থেকে ছাড়ার কথা বিকেল ৪টে ৫ মিনিটে। কিন্তু রবিবার সেটি ছাড়বে সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ ।তবে এর মধ্যেও একটি ভাল খবর রয়েছে। রবিবার মোট চার জোড়া স্পেশাল লোকাল ট্রেন চলাচল করবে কাটোয়া আর নবদ্বীপ ধামের মধ্যে। এছাড়া দুটি গাড়ির যাত্রাপথ পরিবর্তন করা হবে বলে জানানো হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফে। এই দুটি ট্রেন হল ১৫৬৪৩ আপ পুরী-কামাক্ষা এক্সপ্রেস এবং ০২৫১৮ ডাউন গুয়াহাটি-কলকাতা গরীব রথ স্পেশাল ।