HNExpress নিজস্ব প্রতিনিধি : এক ঝাঁক তারকা নিয়ে এই দিয়ালিতে আসবে নতুন ছবি “জতুগৃহ”। মুক্তি পেল সেই ছবির অফিসিয়াল ট্রেলার। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সপ্তাশ্ব বসু। প্রযোজক হিসাবে রয়েছেন রক্তিম চ্যাটার্জি। কালিম্পং এর ধোঁয়াশা পাহাড়ি পরিবেশে এক গা ছমছম দৃশ্য উঠে এসেছে ট্রেলারের প্রতিটি ফ্রেমে। ট্রেলার জুড়ে রয়েছে এক ভূতুড়ে আবহ। যেখানে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় কে দেখা গিয়েছে এক চার্চের ফাদারের চরিত্রে। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত, পিয়ালী চ্যাটার্জি, পায়েল সরকার, অংশু বাচ। ছবির বেশির ভাগ শ্যুটিং হয়েছে নর্থ বেঙ্গলের পাহাড়ি অঞ্চলে।
পরিচালকের কথায়, বনির চোখ দিয়ে দর্শকেরা পুরো গল্প দেখবেন । টিম ‘জতুগৃহ’ জানিয়েছেন, ছবির পটভূমিকায় নিষাদগঞ্জ নামের এক জনপদ।ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত অভিনেতা ও কলাকূশলীরা। নেক্সজেন ভেঞ্চারের ব্যানারে আগামী ২১শে অক্টোবর বড়ো পর্দায় মুক্তি পাবে এই ছবি।