HNExpress ওয়েব ডেস্ক : সোশাল মিডিয়ার অপপ্রয়োগে রাশ টানতে গত ২৫ ফেব্রুয়ারি একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। নির্দেশিকা লাগু করতে তিন মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেই সময়সীমা শেষ হতে চলেছে আগামীকাল অর্থাত্ ২৬ মে। এখনও লাগু না করায় জনপ্রিয় এই সোশাল মিডিয়াগুলি এখন সেই প্রশ্নেরই মুখে। তবে কি, ভারতে (INDIA) বন্ধ হতে চলেছে ফেসবুক,টুইটার ইনস্টাগ্রাম ? কেন্দ্রের জারি করা একটি নোটিশের কারণে এখন এটাই লাখ টাকার প্রশ্ন।
কি ছিল কেন্দ্রের জারি করা নির্দেশিকায় কেন্দ্রের জারি নির্দেশিকায় বলা হয়েছিল-
১) সোশাল মিডিয়ায় আপত্তিজনক পোস্টের বিরুদ্ধে এবার থেকে সেই পোস্টদাতা ও সংশ্লিষ্ট মাধ্যমকে আদালতে পেশ করা যাবে।
২)প্রত্যেক প্ল্যাটফর্মে একজন মুখ্য আধিকারিক থাকবেন এবং সেই আধিকারিককে ভারতের বাসিন্দা হতে হবে।
৩) ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলির ওপর ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের কথাও বলা হয়।
৪) নয়া বিধি অনুসারে প্রত্যেক সোশ্যাল প্ল্যাটফর্মে অভিযোগ জানানোর জন্য থাকবে একটি বিভাগ। OTT প্ল্যাটফর্মে অভিযোগ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে।
৫) প্রত্যেক প্ল্যাটফর্মে যোগাযোগের জন্য একজন প্রধানকে নিয়োগ করতে হবে। আইনরক্ষকদের সঙ্গে তিনি সমন্বয় রেখে চলবেন।
উল্লেখ্য বিষয়, এখনও পর্যন্ত একমাত্র একটি ভারতীয় সোশ্যাল মিডিয়া কোম্পানি কু(koo) ছাড়া অন্য কোনও সোশ্যাল মিডিয়া সংস্থার তরফে কেন্দ্রের এই নির্দেশিকার কোনও জবাব পাঠানো হয়নি আজই তাঁর শেষ দিন।