HNExpress নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর সঙ্গীতশিল্পী হরিহরণ বিক্রম ঘোষকে ফোনটা করেই ফেললেন। বিক্রম ঘোষের ডাকে কলকাতাতে চলেও এলেন হরিহরণ। তৈরি হয়ে গেল নতুন একটি মিউজিক ভিডিয়ো। বিক্রম ঘোষের সুরে, হরিহরণের গাওয়া ‘ইশক দ্য সং অফ লভ’-এর নতুন গান ‘দিল হাওয়াই হ্যায়’ মুক্তি পেয়েছে।এই মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন অরিন্দম শীল, এবং অভিনয়ে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার।
