লকডাউনে বন্ধ স্কুল! পাশ করিয়ে দেওয়া হবে পড়ুয়াদের কোনো পরীক্ষা ছাড়াই

অন্যান্য করোনার কামড় (COVID-19) বিবিধ

HNExpress নিজস্ব প্রতিনিধি : মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াই করতে গোটা দেশজুড়ে লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ ই এপ্রিল পর্যন্ত জারি থাকবে লকডাউন। এর জেরে বন্ধ রয়েছে সমস্ত অফিস-আদালত, স্কুল-কলেজ, দোকান, শপিংমল সবকিছুই। বাড়ির বাইরে না বেরোনোর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার। ‌স্কুল-কলেজ বন্ধ থাকার দরুন পিছিয়ে গিয়েছে অনেক পরীক্ষা। ‌

apploadyou

কিছু পরীক্ষা মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বেশ চিন্তায় রয়েছে শিক্ষার্থীরা। ঘরে বসে থাকলেও নিশ্চিন্তে নেই তারা। কি হবে না হবে সেই নিয়ে প্রতিটি শিক্ষার্থী থেকে শুরু করে প্রতিটি শিক্ষক সকলেই বেশ চিন্তিত পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার এই ব্যাপারটি কে কেন্দ্র করে। স্কুলের গণ্ডি পেরিয়ে যারা প্রথমবার উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটিতে পা রাখতে চলেছিল তাদের সেই স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। সমস্ত ক্লাসের পরীক্ষা বন্ধ হয়ে গেলেও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল একটি সিদ্ধান্ত অগ্রসর হয়েছেন।

smoothiediet

তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে প্রথম থেকে নবম ও একাদশ শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে। লকডাউন এর জেরে বন্ধ হয়ে গিয়েছে বোর্ডের পরীক্ষাও। এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কে ভূপেশ বাঘেল কে জিজ্ঞাসাবাদ করাতে তিনি জানিয়েছেন, ‘বর্তমানে পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখতে পাইনি’।

Custom Keto Diet