বেঙ্গালুরুর কাছে ভেঙে পড়ল যুদ্ধবিমান, নিহত ২ পাইলট

দেশ

HNExpress নিজস্ব সংবাদদাতা : দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। শুক্রবার বেঙ্গালুরুর কাছে ভেঙে পড়ল একটি মিরাজ ২০০০ বিমান। দুর্ঘটনার ফলে বিমানটি বিধ্বস্ত হয়েছে ও দুই পাইলট নিহত হয়েছে। শুক্রবার ব্যাঙ্গালুরুর ইয়েমালুরু হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের (হ্যাল) রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, স্কোয়াড্রন লিডার নেগি ও আভরিল।

apploadyou

জানা গেছে, গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ বেঙ্গালুরু সংলগ্ন ইয়েমালুয়ারের হ্যাল বিমানবন্দর থেকে টেক অফ করে বিমানটি। কিন্তু ওড়ার প্রায় সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে সেটি। জ্বলন্ত বিমান থেকে দুই পাইলটকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনার কবলে পড়েছে ফরাসি সংস্থা দাসোর তৈরি একটি মিরাজ ২০০০ যুদ্ধ বিমান। একটি মাত্র ইঞ্জিনবিশিষ্ট হাল্কা ওজনের এই বিমান সাধারণত প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়। যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান বিমানবাহিনীর তদন্তকারীদের। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি।

smoothiediet