রক গানের শীর্ষে বাংলার ইমোশন

বিবিধ

HNExpress সুদীপ্ত ঘোষ, সিঙ্গুর : বাংলা রকব্যান্ডের সবচেয়ে জনপ্রিয়”ফসিলস” এর প্রতিষ্ঠাতা এবং সকলের প্রিয় ও ভালোবাসার মানুষ, ও সকলের প্রিয় সঙ্গীত শিল্পী রুপম ইসলাম এর ছেচল্লিশতম জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করলেন সিঙ্গুরের খ্যাত পেপার কাটিং শিল্পী সৌরভ আদক।

apploadyou

তাঁর জন্মদিনের শুভলগ্নে সামনে থেকে সাক্ষাৎ করে তাঁকে জন্মদিনের শুভকামনা করার প্রবল ইচ্ছে থাকলেও পরিস্থিতি ও শারিরীক অসুস্থতার জন্যে তা হয়ে উঠছেনা পেপার কাটিং শিল্পী সৌরভ আদকের। তিনি বলেছেন, সামনে থেকে জন্মদিনের শুভকামনা জানিয়ে তাঁর ছোট্ট উপহারটি নিজের হাতে দিতে পারলে খুব খুশি হতেন। সৌরভ আদক তাঁর ব্যান্ড কে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন। এছাড়াও তাঁর ব্যান্ড শিল্প জগৎ ও হাজার হাজার মানুষের অনুপ্রেরণা ও ভালোবাসার ক্ষেত্র হয়ে উঠুক, সেই শুভকামনাও জানিয়েছেন।

smoothiediet