HNExpress ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের গোটা জেলায় মদ ও মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে যোগী সরকার। ইতিমধ্যেই অযোধ্যার পুরনগরগুলিতে নির্দেশিকা জারি করে মদ ও মাংস নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবার পুরো জেলা জুড়ে এই নির্দেশিকা জারি হতে চলেছে। উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র শ্রীকান্ত শর্মা জানান, অযোধ্যায় মদ ও মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করবে রাজ্য সরকার। অযোধ্যা পুরবোর্ডের অধীনে থাকা সমস্ত জায়গায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গোটা জেলাতেই মদ ও মাংস বিক্রি নিষিদ্ধ করার দাবি উঠেছে। পাশাপাশি শ্রীকান্ত শর্মা জানিয়েছেন যে, আইনি পথেই মদ ও মাংস নিষিদ্ধকরণ করা হবে। বিশ্ব হিন্দু পরিষদ যখন রাম মন্দির নির্মাণের তৎপরতা শুরু করেছে, সেই সময় জেলার নাম বদল এবং তারপর একই স্থানে মদ ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি বিতর্কে ঘৃতাহুতি করার পাশাপাশি অন্য মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকেও এবিষয়ে একমত প্রকাশ করা হয়েছে।
