পালিত হল এক অন্যরকম স্বাদের ৬৯তম প্রজাতন্ত্র দিবস

কলকাতা জেলা দেশ রাজ্য

নিজস্ব সংবাদদাতা,কলকাতা : ১৯৪৯ সালে ভারতের গনপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হওয়ার দুমাস পর অর্থাৎ ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি ভারতের নবনির্মিত সংবিধান কার্যকর হয় । তাই এইদিনটিকে স্মরন করে পালিত হয় সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস ।সম্প্রতি পালিত হল ভারতের ৬৯ তম প্রজাতন্ত্র দিবস । এটি ভারতের অন‍্যতম জাতীয় দিবস তাই সমস্ত জাতীয়তাবাদীদের কাছে এই দিনটি একটি গৌরবময় গুরুত্বপূর্ণ দিন । আর তাই যারা সারাবছর ধরে সমাজ ও দেশকে সর্বক্ষন রক্ষা করে চলেছেন তাঁদের অক্লান্ত পরিশ্রম দ্বারা,রাস্তার মোড়ে মোড়ে কর্তব্যরত সেই সমস্ত প্রতিরক্ষা বিভাগের পুলিশ কর্মী ও আধিকারিক , এবং ফায়ার ব্রিগেডের আধিকারিক ও কর্মীদের “ERA” -র এডুকেশনাল সোশ্যাল এ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট ও রোটারি ক্লাব অফ লেকটাউন এর পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানানো হয়।এর সাথেই তেরঙ্গা ব‍্যাচ , রিস্ট ব‍্যান পরিয়ে মিষ্টিমুখ সহকারে সম্মাননা জ্ঞাপন করার উদ্দেশ্যে সংস্থার পক্ষ থেকে সকল কর্মীবৃন্দ পৌছে যায় রাস্তার মোড়ে কর্তব্যরত অফিসারদের কাছে । এমন একটি সুন্দর পরিবেশ সৃষ্টির উদ্দ্যোক্তা হিসাবে উপস্থিত ছিলেন “ERA” -র চেয়ারম্যান সুরজিৎ সাহা তৎসহ সংস্থার পক্ষ থেকে তমালিকা, সুখেন্দু রায়,রূপকথা, সুকান্ত সহ সকল সদস‍্য-সদস্যা বৃন্দ এবং লেকটাউন রোটারির সভাপতি কাকলি সেনগুপ্ত।

apploadyou