HNExpress, কুশল বিশ্বাস : ফের সত্যি হল আশঙ্কা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল অফিস। সেই মতেই শনিবার রাত থেকে একাধিক এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। আর রবিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা হয়ে রয়েছে।
হাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। বর্তমানে সেই নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে ওপরে এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের অবস্থান করছে। এই নিম্নচাপের ফলে আগামী দু-তিন দিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।অন্যদিকে, প্রবল বৃষ্টিতে ভাসছে কেরল। ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে লন্ডভন্ড অবস্থা কেরলের। বিভিন্ন জায়গায় নদীর জল ঢুকে পড়েছে। পাশাপাশি ধ্বস নামার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ওই রাজ্যে । ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে এখনও পর্যন্ত ১৮ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন ১২জনের বেশি মানুষ। পরিস্থিতি এত টাই খারাপ হয়েছে যে, রাজ্যে পাঁচটি জেলায় লাল সতর্কতা জারি করেছে প্রশাসন।আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। এমনকি লক্ষ্মীপুজোতেও ভারী বৃষ্টিপাত বঙ্গে হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি দফতরের পক্ষ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কলকাতাসহ হাওড়া, হুগলি , উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে।পুবালি হাওয়ার দাপটে কলকাতা সহ সংলগ্ন এলাকায় শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি। উপকূলের জেলায় দুর্যোগের আশঙ্কা বেশি এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস। সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ।একইভাবে মঙ্গলবার ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলি মিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা কলকাতা , হাওড়া , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় । ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ।মঙ্গলবার ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদিয়া হাওড়া জেলায় ।