HNExpress শ্রী সুব্রত ব্যানার্জি : জ্যোতিষ শাস্ত্রে অনেকে প্রশ্ন করে “২০১৮ থেকে ২০১৯ কেমন যাবে ? “, আমি সবাইকেই বলি নতুন সকাল প্রতিদিনই ভাল হয়। আমি বলি কিভাবে সেটা নেবেন তার উপর নির্ভর করবে ২০১৮ থেকে ২০১৯ কেমন যাবে।
কিন্তু গ্রহের ২০১৯ এর প্রথমদিকে বৃহস্পতি বৃশ্চিক রাশি থেকে পরবর্তি সময়ে ধনু রাশিতে যাবে তখন পার্লামেন্ট ইলেকশন হয়ে যাবে। আমি ইলেকশন বাদ দিয়ে বলছি, এই আগামী ৬টা মাস খুব একটা ভাল নয়। আমরা ভারতবর্ষের দুই তিন জন লেজেণ্ট কে হারাতে পারি। আগামী জুলাই এর ২০ থেকে ২২ এর মধ্যে বিশেষ করে মুম্বাই ও মহারাষ্ট্র থেকে দুই তিনজনকে আমরা হারাতে পারি। বোম্বে সিংহ লগ্ন তাই খুব একটা ভালো হবে না। কিন্তু ভারতবর্ষের ইকনোমেকেলি অবস্থান খুব ভালো যাবে। মার্চের পর থেকে শেয়ার বাজার ভালো যাবে।
এপ্রিলের পর থেকে রাহু কেতুর অবস্থান ভালো যাবে। যদিও আমাদের ওয়েস্টার্ন এ রাহু কেতুর বলে কোন গ্রহ নেই এদের অবস্থান আমাদের ধরা হই না। কিন্তু জ্যোতিষীরা ভয় দেখানোর জন্য বলে রাহু কেতু আপনার লেগেছে। এটা ফরেন কান্ট্রিতে ড্রাগন হেড বা ড্রাগন টেল বলা হয়। কিন্তু রাহু কেতুকে বাদ দিলে ইউরেনাস, নেপচুন ও প্লুটোর যে এক্টিভিটি তার ফলে ২০১৯ এর ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। শষ্য উৎপাদন খুব ভালো হবে তাছাড়া ভারতবর্ষ খুব ভালো জায়গায় থাকবে।