HNExpress অরিজিত্ দে, হাওড়া : গতকাল রাত 11 টা নাগাদ হাওড়া ব্রিজে একটি দুর্ঘটনা ঘটে। পুলিশের একটি গাড়ি এক বাইক আরোহীকে ধাক্কা মারে ও তার সাথে হাওড়া ব্রিজের একটি থামে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর জখম হন ওই বাইক আরোহী। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন হাওড়া ব্রিজ অবরোধ করে। এই অবরোধের ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় অনেক অফিস যাত্রীদের। বড়বাজার থেকে হাওড়া স্টেশন পর্যন্ত জানজট নাকাল হতে হয় বহু মানুষকে। আটকে পড়ে বহু ট্রেন।