HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : নেহেরুর আপ্ত সহায়ক সত্যেন্দ্র নাথ সিনহা লেখা বই ‘নেতাজি মিস্ট্রি’র উল্লেখ করে গুমনামি বাবা নিয়ে ফের চঞ্চল্যকর তথ্য পেশ করলেন অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারন সম্পাদক তথা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়।নেতাজি গুমনামী বাবা রূপে এই দেশে ফিরেছিলেন, ইঙ্গিত দেওয়া হচ্ছে সৃজিতের পরবর্তী ছবি ‘গুমনামী’-তে। ইতিমধ্যেই ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে সৃজিত মুখার্জিকে। গত শুক্রবার প্রেসক্লাবে ডাকা সাংবাদিক সম্মেলনে সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি একথা বলেন।
জয়দীপ মুখার্জি বলেন, “আমি বা লিগাল এইড ফোরাম কোনও সিনেমা বন্ধ করার পক্ষপাতী নয়। তবে গুমনামী-র নামকরণের প্রতিবাদ করছি। কারণ সুভাষচন্দ্র বসু কখনও সাধু হয়ে যাননি। নেতাজিকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তার যা কিছু শেষ হয়েছিল সবই পৃথিবীর অন্য কোনও রাষ্ট্রে। এবং সে বিষয়ে এখনও পর্যন্ত বিতর্ক রয়েছে। সরকার কোনও ফাইল প্রকাশ করেনি। সৃজিত কোট করেছেন তিনি জাস্টিস মুখার্জির রিপোর্টের ভিত্তিতে ছবি তৈরি করেছেন। মুখার্জি কমিশনে কোনওদিন বলা হয়নি যে, সুভাষচন্দ্র বসু সাধু হয়ে গিয়েছিলেন। ফলে সৃজিত কেন মুখার্জি কমিশনের নাম ব্যবহার করবেন? তিনি আরও বলেন, পরিচালক সৃজিত মুখার্জি পড়াশোনা না করেই ইতিহাস না জেনেই সিনেমা তৈরি করছেন। আগে ভালো ভাবে জেনে নিন তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু মতন মহান ব্যক্তিকে নিয়ে সিনেমা তৈরি করুন। ভারতের ১২০ কোটি মানুষের আবেগ নিয়ে আপনি খেলতে পারেন না।গুমনামি বাবা নাম করন না করে অন্য নামকরন করতে পারতেন। আমরা অপত্তি করতাম না। সিনেমায় গুমনামি বাবাকে নেতাজি প্রমাণ করতে চেয়েছেন। আর এই খানেই কাঁচা ছেলেদের মতন কাজ করেছেন সৃজিত মুখার্জী।