সুখবর সরকারি কর্মচারীদের জন্য

ওয়েব ডেস্ক দেশ রাজ্য

HNExpress ওয়েব ডেস্ক : বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ বৃদ্ধির পর আরও একাধিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদী সরকার।

এই বিষয়ে একটি মেমোব়্যান্ডামও জারি করা হয়েছে গত মাসে‌। সেই মেমোব়্যান্ডাম অনুযায়ী, এবার থেকে বাড়তে চলেছে চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স। বলা হয়েছে, চাকুরিজীবীদের সন্তানদের হোস্টেল ভর্তুকিও দেবে সরকার।

তবে সেক্ষেত্রে কেবলমাত্র দুই সন্তানের জন্যই লাগু হবে এই নিয়ম। সূত্রের খবর, এই নয়া ঘোষণার পর সন্তানের পড়াশোনা বাবদ মিলবে ২৮১২.৫ টাকা এবং হোস্টেলের ভর্তুকি বাবদ কর্মীরা পাবেন ৮৪৩৭.৫ টাকা। এবার থেকে এসব কর্মীরাও অনেকটাই বেশি বেতন পাবেন।