সম্পাদকীয় ,
“মোদের-গরব মোদের-আশা,
আমরি বাংলাভাষা” –
সেদিনের অপরাধ ছিল বাংলা ভাষা বলা। আর তার জন্য উর্দুভাষী সেদিনের সেই পূর্ব পাকিস্তানী গুন্ডাদের হাতে প্রান দিয়েছিল।
রফিক উদ্দীন আহমেদ, আবুল বরকত, শফিউর রহমান, আব্দুল জব্বার, আব্দুস সালাম, অহিউল্লাহ সহ আরো অনেকে।
বাংলা ভাষার প্রতি সেই স্বার্থহীন ভালোবাসা আর লড়াইয়ে টিকে থাকার মানসিকতা পূর্ব পাকিস্তানের জিন্নাহের গুন্ডাবাহিনীকে পর্যুদস্ত করে আমার প্রানের বাংলা ভাষা বাংলাদেশে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেল।
আর আজ, বাংলা ভাষা আবারও সেই গভীর সংকটের মুখে। হিন্দী আগ্রাসনের কবলে পড়ে আমার বাংলা ভাষা আবারও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। তাই বাংলায় থেকে বাংলা ভাষাকে ভালবেসে চলুন আজ সাড়ম্বরে পালন করি UNESCO স্বীকৃতি প্রাপ্ত “২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”।
ধন্যবাদান্তে,
সম্পাদিকা