HNExpress নিজস্ব প্রতিনিধি : গত চার দশকের মতো করে প্রত্যেক বছরের মতো এবারও রীতিনীতি মেনে শুভেন্দু ঠাকুরের তত্ত্বাবধানে বাগদেবীর আরাধনায় গীতায়ন | সনাতন রুদ্র পালের তৈরি প্রতিমায় পুজোয় মাতলেন গীতায়নের শিক্ষার্থীরা | ছিলেন সংগীতশিল্পী শুভেন্দু ঠাকুর সহ বিশিষ্ট গুণী ব্যক্তিগণ। সংস্থার কর্ণধার শুভেন্দু ঠাকুর জানান প্রত্যেক বছরের থেকে এ বছরে তাদের প্রতিমার মধ্যে রয়েছে এক বিশেষ মাধুর্য এবং গীতায়নের সমস্ত শিক্ষার্থীরা পলাশপ্রিয়ার আরাধনার মাধ্যমে এই দিনটি খুব আনন্দে উদ্দীপনার সাথে উদযাপন করে। এই পুজোকে ঘিরে সারাদিন চলে প্রচুর মানুষের যাতায়াত। বাগদেবীর আরাধনায় সুরের মাধুর্যে গীতায়ন সেজে উঠলো এক নতুন সাজে। বাগদেবীর আশীর্বাদে সুরের সাথে তাল মিলিয়ে আসছে বছরের অপেক্ষায় গীতায়ন।