শিক্ষকের অভাবে একটি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ বন্ধ হয়ে গেল

ওয়েব ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, বাকুড়া : ঘটনাটি ঘটেছে বাঁকুড়ারপাত্রসায়র থানার বাঁকিশোল অক্ষয়কুমার উচ্চ বিদ্যালয়ে। চলতি শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে কোনও ছাত্রছাত্রীই আর বিজ্ঞান নিয়ে পড়াশুনা করতে পারবে না। বহুদূরের গ্রাম থেকে এখানে ছাত্ররা পড়াশুনা করতে আসতেন। তাঁদের জন্য ছিল হস্টেলের ব্যবস্থা। বর্তমানে হস্টেলটি বন্ধ হতে বসেছে।

আগের সরকারের আমলে পাত্রসায়র বাঁকিশোল হাইস্কুলে বিভাগ চালু হয়। প্রয়োজনীয় শিক্ষকও নিয়োগ করা হয়। সেই শিক্ষকদের একটি অংশ অবসর নেওয়ার পরে নতুনভাবে কোনও শিক্ষক নিয়োগ করা হয়নি।

নেই ল্যাব অ্যাসিস্ট্যান্ট। স্কুল সূত্রে জানা গেছে, জীবনবিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়নের কোনও শিক্ষক নেই। শুধুমাত্র অঙ্কের শিক্ষক রয়েছেন। ফলে বিজ্ঞান বিভাগ চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

স্কুল কর্তৃপক্ষ জেলা বিদ্যালয় দপ্তরে বিষয়টি জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়েই চলতি শিক্ষাবর্ষ থেকে আমরা বিজ্ঞান বিভাগ তুলে দিলাম বলে জানালেন এক শিক্ষক।

চলতি বছরে যারা বিজ্ঞান বিভাগে এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিচ্ছে তারা রীতিমতো হতাশ। জানিয়েছেন, স্কুলে বিজ্ঞানের ক্লাস হয়নি। কারণ, শিক্ষক নেই। প্রাকটিক্যালে একটা গড় নম্বর হয়তো দেওয়া হবে। গত বছর যারা ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে তাদের ভরসা টিউশন। হতাশ অভিভাবকরা। মাধ্যমিকের পর এখন খালি কলাবিভাগে ছাত্র ভর্তি হবে। বিজ্ঞানের দরজা বন্ধ হয়ে গেল বামিরাতে।