HNExpress ওয়েব ডেস্ক : ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। এখনো পর্যন্ত যে ২০টি রাজ্যের ভোট গণনা শেষ হয়েছে তাতে দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৫,৭৭,৭৭৭ টি ভোট, যশোবন্ত সিনহা পেয়েছেন ২,৬১,০৬২ ভোট। অর্থাৎ, ৫০ শতাংশের ওপর ভোট পেয়ে জয়ী দ্রৌপদী মুর্মু। ২৪শে জুলাই শেষ হবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ। পরের দিন অর্থাৎ ২৫শে জুলাই শপথ নেবেন দেশের নতুন রাষ্ট্রপতি।
উল্লেখ্য, দ্রৌপদী মুর্মুর জন্ম ১৯৫৮ সালের ২০শে জুন। সাঁওতাল পরিবারের এই কন্যা পেশায় ছিলেন শিক্ষিকা। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের সদস্যা ছিলেন। বিজেপি ও বিজু জনতা দলের জোট সরকারের আমলে ওড়িশার মন্ত্রিসভার সদস্যা ছিলেন দ্রৌপদী। ২০০০-২০০৪ পর্যন্ত রাইনগরপুর বিধানসভার কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০১৫ সালে তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল হন। ২০১৫ থেকে ২০২১ অবধি ওই পদেই ছিলেন তিনি।