বাংলার ওপর গভীর নিম্নচাপ ছয় জেলায় জারি করা হলো লাল সতর্কবার্তা

অবহাওয়া

HN Express Kushal Biswas : নিম্নচাপের জের।জল যন্ত্রণায় জেরবার কলকাতা সহ গোটা বাংলার মানুষ। বুধবার রাত থেকেই বৃষ্টিতে ভাসছে গোটা রাজ্য। কখনও কখনও গতি কমলেও থামছে না বৃষ্টি। ফলে কম-বেশি সকলেই ঘরবন্দি।

সপ্তাহের মধ্যভাগে টানা বৃষ্টির জেরে রীতিমতো সমস্যায় সাধারণ মানুষ। এমনিতেই করোনা পরিস্থিতিতে অফিসে যেতে ভোগান্তির শিকার হতে হয় মানুষকে। এসবের মাঝে এক হাঁটু জল পেরিয়ে কর্মক্ষেত্রে পৌঁছতে নাজেহাল চাকুরিজীবীরা।উল্লেখ্য, উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণেই এই বৃষ্টি । আলিপুর জানিয়েছে, বাংলাদেশের খুলনার কাছে অবস্থান করছে গভীর নিম্নচাপ । আগামিকালও বৃষ্টিতে ভাসবে রাজ্য। ৬ জেলায় জারি লাল সতর্কতা।আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে,আগামী কালও অর্থাৎ , শুক্রবারও দিনভর দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূ্র্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। এই ছয় জেলায় জারি রয়েছে লাল সতর্কতা। কলকাতা, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়ায় জারি কমলা সতর্কতা। বৃষ্টিতে ভাসবে বীরভূম , মুর্শিদাবাদ  ও নদিয়াও।