ফের আবার ঘূর্নিঝড়ের আশঙ্কা

অবহাওয়া ওয়েব ডেস্ক

HNExpress ওয়েব ডেস্ক : ফের সমুদ্রে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আর এবার তা আছড়ে পড়তে পারে আরব সাগর উপকূলে। এরফলে এই ঘূর্নিঝড়ের কবলে পড়তে পারে মুম্বই। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি লঘুচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে। যা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আর তারপরেই তা আঘাত হানতে পারে গুজরাত বা উত্তর মহারাষ্ট্র উপকূলে।

আবহাওয়াবিদদের আশঙ্কা নিম্নচাপে পরিণত হয়ে তা যদিcycloneউপকূলে আছড়ে পড়ে তবে ঘন্টা পিছু ১০০ কিমিরও বেশি বেগে হাওয়া বইতে পারে।এমনকি দমকা হাওয়ায় গতিবেগ কখনও গিয়ে ঠেকতে পারে ১১০ তেও। এমনিতেই এখন করোনার দাপটে বেহাল অবস্থায় রয়েছে মুম্বই সহ গোটা মহারাষ্ট্র। দেশের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্ত রয়েছেন মহারাস্ট্রতেই। এরমধ্যে যদি সেখানে ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়ে, তবে মহাবিপদ হতে পারে।

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় মানুষ একসঙ্গে এগিয়ে এলে করোনা সংক্রামণ মারাত্মক হারে বাড়তে পারে। আবার ১০০ কিমি বা তার বেশি বেগে ঝড়ে ক্ষতিও হতে পারে মারাত্মক। আপাতত হাওয়া অফিসের পূর্বাভাষ বলছে ইতিমধ্যেই প্রায় সুস্পষ্ট লঘুচাপক্ষেত্রে পরিণত হয়েছে লঘুচাপটি। সেটি ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে বলে জানা গিয়েছে। এটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে তা আঘাত হানতে পারে বাণিজ্য নগরী মুম্বইয়ের ওপর।