HNExpress নিজস্ব প্রতিনিধি : ভারতে গঙ্গা কে মাতৃ রূপে পুজো করা হয়। একটা বড় অংশের মানুষ বিশ্বাস করে গঙ্গা জলে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। ভারতে তাই গঙ্গা জলের চাহিদা প্রচুর। কিন্তু তাই বলে গঙ্গা জলে করোনা প্রতিরোধক উপাদান আছে, সে ভাবনা যেন অকল্পনীয়। কিন্তু এই অকল্পনীয় বিষয়টি দাবি করেছে কেন্দ্রের জলশক্তি মন্ত্রক। তাদের দাবি, গঙ্গার জলে আছে ব্যাকটেরিওফাজ, যা অনেক রোগ প্রতিরোধ করতে পারে।ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ অর্থাৎ ICMR কে তাই গঙ্গা জল দিয়ে করোনা প্রতিরোধ সম্ভব কিনা তা নিয়ে গবেষণা করতে অনুরোধ করলো জল শক্তি মন্ত্রক। কিন্তু জল শক্তি মন্ত্রকের এই প্রস্তাব পুরোপুরি কানেই তোলেনি ICMR।
ICMR এর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় গঙ্গা জলে রোগ প্রতিরোধ ক্ষমতার কোন চিহ্ন তারা পায়নি। তাছাড়া ICMR এখন প্লাজমা থেরাপি নিয়ে উচ্চপর্যায়ের গবেষণা করছে। তাই এই সময় গঙ্গা জল নিয়ে গবেষণা করে সময় নষ্ট করার কোন মানেই হয় না। ‘অতুল্য গঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দাবি করে, গঙ্গার জলে ‘ব্যাকটেরিওফাজ’ নামের একটি ‘নিনজা ভাইরাস’ আছে, যা কিনা সার্স-কভ-২ ভাইরাস প্রতিরোধে সক্ষম। ওই স্বেচ্ছাসেবী সংস্থা এই বিষয়টি গত ৩ এপ্রিল আইসিএমআর ও প্রধানমন্ত্রীর দফতরে চিঠি দিয়ে জানায়।
ওই স্বেচ্ছাসেবী সংস্থার গবেষণা তুলে জল শক্তি মন্ত্র ICMR কে গঙ্গাজল গবেষণা করার অনুরোধ জানায়। এছাড়া গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য কেন্দ্রীয় প্রকল্প ‘নমামি গঙ্গে’র তরফেও আইসিএমআরকে চিঠি দিয়ে গঙ্গাজলের ‘ক্নিনিকাল ট্রায়াল’ করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ICMR কোনো সংস্থার প্রস্তাবেই কর্ণপাত করেনি। ICMR এর কথায় কোন সংস্থা চাইলেই নিয়ে গবেষণা করতে পারে কিন্তু ICMR এই মুহূর্তে প্লাজমা থেরাপি নিয়ে ব্যস্ত থাকায় গঙ্গাজল নিয়ে গবেষণা করার কোনো সময় নেই।