নিম্নমুখী রাতের তাপমাত্রা, আর কদিন শীতের দাপট, জানাল আবহাওয়া দফতর

অবহাওয়া

HNExpress, কুশল বিশ্বাস : পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাঁধা পাচ্ছিল উত্তরের হাওয়া। বেশ কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টিরও দেখা মিলেছিল বাংলায়।  ফের নতুন করে শীতের আগমন ঘটেছে রাজ্যে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দুদিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও, এরপর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এদিন এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। পাশাপাশি বৃহস্পতিবার এবং শুক্রবার দুইবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার তুলনামূলক বেশি জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম ঝঞ্ঝার কারণেই এই পরিস্থিতি।তবে শীত ফিরলেও কতদিন স্থায়ী হবে তার কোনও ঠিক নেই। কারণ, ফের বাংলায় আসতে চলছে নয়া এক পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে নতুন করে বাঁধা পাবে উত্তরের হাওয়া। অর্থাৎ মাঘেও মিলবে না শীতের অনুভূতি। আগামী রবি ও মঙ্গলবার পরপরদুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২০ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পং-এ বজবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আর শুক্রবার হিমালয় সংলগ্ল পাঁচটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা কয়েছে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন না হলেও তারপরে তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।দক্ষিণবঙ্গের আবহাওয়া : বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২০ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। তবে শুক্রবার ২১ জানুয়ারি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।