নিউবারাকপুরে আবার ভয়াবহ অগ্নিকান্ড

কলকাতা বিবিধ

HNExpress নিজস্ব প্রতিনিধি, বারাসাত : নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত ভোদাই ইন্ডাস্ট্রির নারকেল বেরিয়ার যুবক সংঘ ক্লাব এর নিকট তিনটি গেঞ্জি কারখানা যার নাম হচ্ছে সৃঞ্জয় প্রসেসিং, বালাজি প্রসেসিং, এবং অপর একটি কারখানা জটি সদ্য তিন থেকে চারদিন হলো তৈরি হয়েছে।এই কারখানা গুলির মালিকদের নাম তাপস সামন্ত, সুদীপ্তা সামন্ত, বলরাম ঘিঞ্জি ও আকাশ দেবনাথ।রাত্রি দশটা নাগাদ আগুন লাগে এবং ভয়াবহ আকার ধারণ করে। দমকলের মোট কুড়িটা ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে, আগুন আয়ত্তে এসে গেলেও বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলছে। দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে আসেন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে আগুন লাগার কোন কারণ এখনো অনুসন্ধান করা যায়নি। এলাকাবাসীরা এই বিষয় তাদের ক্ষোভ উগরে দিয়েছেন, তাদের দাবি এই এলাকার বিভিন্ন কারখানা এবং এই তিনটি গেঞ্জির কারখানা বেআইনি ভাবে তৈরি হয়েছে এবং এর ফলে এলাকাবাসীর বিভিন্ন রকমের ক্ষতি হচ্ছে, এলাকাবাসীরা এর আগেও এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে পঞ্চায়েত প্রধানের কাছে কিন্তু তার কাছে কোন ফল পায়নি, তার জন্য আজকে দমকল মন্ত্রী কে ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখাতে আরম্ভ করে দমকল মন্ত্রী তদন্ত করে দেখার আশ্বাস দিলে তবে এলাকাবাসী শান্ত হয়। এখনো আগুন নেভানোর কাজ চলছে পুরোপুরি আগুন এখনো নেভেনি দমকল থেকে জানানো হয়েছে সারা রাত এই কারখানায় আগুন নেভানোর কাজ চলবে।