HNExpress নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাসের আবহে পূর্ব ভারতে এই প্রথমবার টানা তিনদিনের ভার্চুয়াল সামিট আয়োজন করছে ভারতের বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম জেআইএস শিক্ষা গোষ্ঠী। 11 অগাস্ট থেকে শুরু করে 13 অগাস্ট অবধি চলা এই “জেআইএস ভার্চুয়াল এডুকেশন সামিট ২০২০”-এর বিভিন্ন সেশনে দেখা যাবে বিভিন্ন প্রথিতযশা ব্যক্তিত্বকে। মঙ্গলবার এই ভার্চুয়াল সামিটের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের বিজ্ঞান, প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে ছিলেন জেআইএস শিক্ষা গোষ্ঠীর ডিরেক্টর সিমারপ্রিত সিং। আগামী দুদিনও এই জুম্ প্ল্যাটফর্মের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষএই অনলাইন সামিটে অংশগ্রহণ করবেন বলে আশা করছেন উদ্যোক্তারা।
এই তিনদিনের ভার্চুয়াল সামিটের সব কটি সেশনই বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিকে মাথায় রেখে আয়োজন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রথম দিনের সেশনে আলোচনা হলো মূলত শিক্ষাক্ষেত্রে এই করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং কেরিয়ারের ক্ষেত্রে এর প্রভাব নিয়ে। আলোচনায় ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির উপাচার্য সৈকত মৈত্র, জেআইএস ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিস এন্ড রিসার্চ-এর অধ্যক্ষ পদ্মশ্রী প্রফেসর অজয় রায়, জেআইএস উনিভার্সিটির উপাচার্য ড: বিমল চন্দ্র মাল, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর প্রিন্সিপাল ড: মলয় দাভে সহ আরও অনেকে।
ভার্চুয়াল সামিটের দ্বিতীয় দিনে থাকছে দুটি সেশন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভীষণ ভাবে ব্যাহত হয়েছে সাইবার সিকিউরিটি। প্রতিনিয়তই খবর আসে অনলাইন ব্যাংক জালিয়াতির। এদিনের সাইবার সিকিউরিটির সেশনে উপস্থিত থাকবেন এথিক্যাল হ্যাকার হিসেবে খ্যাত সন্দীপ সেনগুপ্ত, প্রখ্যাত আইনজীবী তমালকান্তি মুখার্জি ও ন্যাসকমের পূর্ব ভারতের প্রধান নিরুপম চৌধুরী। এ দিনের দ্বিতীয় সেশনে বিনোদন জগতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় থাকবেন স্বর্ণকমল পুরস্কারপ্রাপ্ত পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, ‘চন্দ্রবিন্দু’ খ্যাত গায়ক ও পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় ও বর্ষীয়ান অভিনেতা বরুন চন্দ। সেশনটি পরিচালনা করবেন প্রখ্যাত অভিনেতা বিপ্লব দাশগুপ্ত।
ভার্চুয়াল সামিটের শেষ দিনের প্রথম সেশনটি ক্রীড়াবিষয়ক। থাকবেন বর্ষীয়ান হকি খেলোয়াড় গুরবক্স সিং, এটিকে মোহনবাগানের সহকারী কোচ সঞ্জয় সেন ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও অধুনা কমেন্টেটর দীপ দাশগুপ্ত। আর সামিটের শেষ সেশনটির আলোচনার বিষয় স্বাস্থ্য, নি:সন্দেহে যা কিনা আজকের দিনে সব আলোচনারই কেন্দ্রবিন্দু। তিনজন প্রথিতযশা ডাক্তার থাকবেন এই শেষ সেশনটিতে। থাকবেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ড: কুনাল সরকার, প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ড: গৌতম মুখোপাধ্যায় ও প্রখ্যাত জেনারেল ফিজিশিয়ান ড: অরিন্দম বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ব্রাত্য বসু জানান, “আজকের দিনে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মেই সমস্ত কাজ করতে হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে এই অনলাইন এডুকেশন ভীষণ ভাবে প্রাধান্য পাচ্ছে।” তিনি আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে বায়োটেকনোলজির উপরে তাঁরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেআইএস শিক্ষা গোষ্ঠীর ডিরেক্টর সিমারপ্রিত সিং জানান, “পূর্ব ভারতের এই সর্বপ্রথম তিনদিনের ভার্চুয়াল সামিটে প্রথিতযশা সব ব্যক্তিত্বদের সঙ্গে পেয়ে আমরা গর্বিত। করোনা আবহে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখেই সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে ইঞ্জিনিয়ারিং-এর প্র্যাক্টিক্যাল ক্লাস করানোর কথাই আমরাই প্রথম ঘোষণা করেছি। এর পুরো কৃতিত্বই আমাদের শিক্ষক ও সহকর্মীদের প্রাপ্য।”