জামাই ষষ্ঠীতে অর্ধ দিবস ছুটি ঘোষণা নবান্নের

ওয়েব ডেস্ক কলকাতা বিবিধ রাজ্য

HNExpress ওয়েব ডেস্ক : জামাই ষষ্ঠীতে প্রতি বছরই সরকারি কর্মীদের জন্য ‘উপহার’ থাকে নবান্ন থেকে। এবারও তার অন্যথা হল না। এবারও সরকারি কর্মীদের জামাই ষষ্ঠীর দিন ১২ জুন অর্ধদিবস ছুটি। শুক্রবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফে। ঘোষণা করা হয়েছে, ১২ জুন দুপুর ২টো থেকে সমস্ত সরকারি, সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস কাছারি ছুটি হয়ে যাবে। জামাই ষষ্ঠী উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রতি বছরই জামাই ষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারিরা হাফ ডে ছুটি পান। তবে ২০২১ সালে এক ব্যতিক্রম ঘটেছিল। জামাই ষষ্ঠী উপলক্ষে সরকারি কর্মীরা পূর্ণ দিবস ছুটি পেয়েছিলেন সেই বছর। তবে এ বছর হাফ ছুটিই থাকছে। বাঙালির বারো মাসে তেরো পার্বন। বৈশাখের বাংলা ক্যালেন্ডারে পয়লা বৈশাখ দিয়ে শুরু। এরপর জ্যৈষ্ঠে জামাই ষষ্ঠী। এই দিনটায় শ্বশুরবাড়ি গিয়ে পাত পেতে ভুরিভোজ সারেন জামাইরা। বাঙালির ঐতিহ্যের এও এক পরম্পরা। এ বছর ২৯ জ্যৈষ্ঠ ইংরাজির ১২ জুন বুধবার জামাই ষষ্ঠী পড়েছে। হাফ বেলা অফিস সেরে অনায়াসে শ্বশুরবাড়ি যেতে পারবেন জামাইরা।