জন্মদিনে শ্রাবন্তী

বিনোদন

HNExpress অনুষ্টুপ ভট্টাচার্য, কলকাতা : সম্প্রতি ১২ই আগস্ট ঘটা করে অভিনেত্রী শ্রাবন্তীর জন্মদিন পালিত হলো। উদ্দোক্তা স্পার্কিং মিডিয়া, যার কর্ণধার কিংশুক গিরি। কিংশুক বরাবর কাজ পাগল মানুষ। তাই তার কাজের ধরনটাও সেই রকম। তিনি সেলেবদের নিয়ে কাজ করতে খুব ভালোবাসেন এবং পছন্দও করেন। তারই উদাহরণ হলো শ্রাবন্তীর জন্মদিন। রীতিমতো কেক কেটে যা পালন করা হলো সল্টলেক সেক্টর ফাইভের ওয়েবেল মোড় সংলগ্ন মিডিয়া সিটির চোদ্দ তলায়। সমগ্ৰ অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন কিংশুক গিরি এবং তার তৈরী স্পার্কিং মিডিয়া এবং টলিউড টকিজ।