HN EXPRESS, কুশল বিশ্বাস : কালবৈশাখীর দাপট চলবে আরও দু’দিন! দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির বিরাম নেই । ইতিমধ্যেই গ্রীষ্মের দাবদাহে রোদের হাত থেকে রক্ষা পেয়েছে দক্ষিণের জেলা গুলি । আরও দিন দুয়েক ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মঙ্গলবার বিকেলে তেমনটাই জানাল আলিপুরের হাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
কালবৈশাখীর এই দাপট কিছুটা কমবে আগামী ৫ মে থেকে। হাওয়া অফিস বলছে, আগামী ৫ থেকে ৭ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তবে কমে যাবে ঝোড়ো হাওয়ার দাপট। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।উত্তরবঙ্গেও আগামী ২ দিন বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া আলিপুর থেকে আগেই জানানো হয়েছিল ৪ মে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, তারপর সেটা নিম্নচাপে পরিণত হবে আরও কিছুদিনেই। তার প্রভাব পড়তে পারে দক্ষিণ বাংলার কিছু জেলায়
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় অঞ্চলে ৩-৫ মের মধ্যে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩ ও ৪ মে বিচ্ছিন্নভাবে কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।আগামী দুদিন পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থানে আগামী দুদিন সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া কিংবা ধূলোর ঝড় হতে পারে।মৎস্যজীবীদের উদ্দেশে ৪-৮ মের মধ্যে লাল সতর্কতা জারি করে তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।