HNExpress নিজস্ব প্রতিনিধি : প্রতি বছর শীতে বইমেলার জন্যে প্রতীক্ষা করে থাকে অনেক মানুষ। এবার ৪৬ তম বর্ষ। আগামী বছর ৩০ জানুয়ারি শুরু হচ্ছে কলকাতা বইমেলা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার থিম কান্ট্রি স্পেন। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাইপাসের ধারে ‘মিলন মেলা’ প্রাঙ্গনে বেশ কয়েক বছর বইমেলা আয়োজিত হয়। সেই প্রাঙ্গন সংস্কারের জন্য গত কয়েক বছর রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ড সল্টলেকের করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্কে বইমেলার আয়োজন করে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা পরিদর্শনে কলকাতায় আসছেন ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিদাও। গত বছর বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এটাই বইমেলার নতুন ঠিকানা। তিনি সেন্ট্রাল পার্কের নামকরণ করেছিলেন ‘বইমেলা প্রাঙ্গন’।
২০২০ সালে করোনা পরিস্থিতি ভয়াবহ ওঠার পরে স্বাভাবিক জনজীবন পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়। মানুষ বই পড়ার কথা ভেবে উঠতে পারেননি দুশ্চিন্তায়। এরপর ২০২২ সালে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রিত হওয়ায় বইমেলা বইপ্রেমীদের ভিড়ে জমে ওঠে।
বুধবার শহরে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেওয়া হল আগামী বছর বইমেলার সময়সূচি। এই নিয়ে দ্বিতীয় বার থিম দেশ হওয়ায় খুশি ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিদাও ডমিংগেজ। প্রসঙ্গত, এর আগে ২০০৬ সালে কলকাতা বইমেলার থিম কান্ট্রি ছিল স্পেন। বুধবার ডমিংগেজ ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। সুধাংশুশেখর দে এদিন জানান, ২০২২ সালের বইমেলায় এসেছিলেন ২২ লক্ষ বইপ্রেমী। শুধু কলকাতা নয়, কলকাতার বাইরে দূরবর্তী জেলাগুলি থেকেও বইপ্রেমীরা মেলায় এসেছিলেন। বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার।