HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শহর কলকাতায় চার লক্ষ টাকার জালনোট সহ তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। শুক্রবার রাতে বিডন স্ট্রিট এবং যতীন্দ্র মোহন অ্যাভিনিউয়ের ক্রসিংয়ে হানা দেন কলকাতা পুলিশ আধিকারিকরা৷ জানা গেছে জালনোট পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় এসটিএফ৷ সেখানে ওই তিনজনকে হাতেনাতে ধরে ফেলে এসটিএফ। ধৃতদের কাছ থেকে চার লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে৷ বাজেয়াপ্ত হওয়া প্রত্যেকটি নোট দু’হাজার টাকার৷ ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।