করোনায় মৃত সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস-এর কর্ণধার শংকর সেন

করোনার কামড় (COVID-19) বিবিধ

HNExpress নিজস্ব প্রতিনিধি : কোরানা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস গ্রুপ’-এর ব্যবস্থাপক নির্দেশক শঙ্কর সেন। আজ সকাল ৯.২০ মিনিট নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩। জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১০ দিন ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি।
১৯৯০ সালে কোলকাতার বুকে মাত্র ৩ টে দোকান থেকে বিজয় যাত্রা শুরু করে ভারতের ১৪ টা রাজ্যে তিনি তাঁর ব্যবসাকে বাড়িয়ে নিয়ে গিয়েছিলেন। এই মুহূর্তে ‘সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস গ্রুপ’-এর নিজস্ব ১০০ টা বিপনন কেন্দ্র রয়েছে।

শঙ্কর সেন-এর আকস্মিক প্রয়ানে শোকজ্ঞাপন করেছেন সংস্থার কার্যনির্বাহী নির্দেশক শুভঙ্কর সেন সহ প্রতিষ্ঠানের সকল কর্মচারীবৃন্দ।স্বাভাবিক ভাবেই তাঁর আকস্মিক প্রয়াণে শোকাহত বাংলার স্বর্ণশিল্প।