উচ্চমাধ্যমিকে রাজ্যের ‘পঞ্চম’ মঙ্গলকোটের অনন্যা

বিবিধ রাজ্য

HNExpress নিজস্ব প্রতিনিধি : এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম স্থানাধিকারীদের মধ্যে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামের অনন্যা সামন্ত কৃতিত্ব অর্জন করেছে। তার প্রাপ্ত নাম্বার ৪৯২। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মঙ্গলকোটের বাজার বনকাপাসী এস.এম হাইস্কুলের ছাত্রী অনন্যা সামন্ত ৪৯২ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করল।এই খবর আসতেই এলাকায় খুশির হওয়া।অনন্যার  মা জানিয়েছেন -‘  মেয়ের গৃহ শিক্ষক ও  স্কুলের শিক্ষকরা তার সফলতার পেছনে রয়েছে।মেয়ে বরাবরই পড়াশোনায় খুব ভালো ছিল’।এদিন মঙ্গলকোটের কৈচর পুলিশ ফাঁড়ির আইসি শরিফুল ইসলাম ওই কৃতি ছাত্রীর বাড়িতে ফুল – মিস্টি নিয়ে যান শুভেচ্ছা জানাতে।মঙ্গলকোটের জনপ্রিয় বিধায়ক অপূর্ব চৌধুরী এই কৃতি কে অভিনন্দন জানিয়েছেন।