আবারো রাজ্যে আছড়ে পড়তে চলেছে কালবৈশাখী

অবহাওয়া

HNExpress, কুশল বিশ্বাস  : গত রবিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো বাতাস কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল গরমের তাপদাহ থেকে। কিন্তু রাত গড়িয়ে সকাল হতেই উধাও স্বস্তি। সোমবার বেলা বাড়তেই রোদের তেজ ফের অস্বস্তিকর গরমে নাজেহাল করেছে শহরবাসীকে।

আবারও পুরনো ভ্যাপসা গরমে দিন কাটাচ্ছে বঙ্গবাসী। গতকাল কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় একটুখানি কম। তবে বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। তবে এর মাঝেই সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে খুব শীঘ্রই বাংলায় ঝড়-বজ্রপাতসহ বৃষ্টিপাত হবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী তিন দিন অর্থাৎ ৮, ৯ ও ১০ এপ্রিল কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদীয়া , মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ১০ এপ্রিল । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে অন্য জেলাতেও। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি জেলার কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে।পাশাপাশি তিন-চারদিন ভারী বৃষ্টি হবে উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে।  শনিবার থেকে বৃষ্টিপাত বাড়বে মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়।